স্পেনের ইবোলা আক্রান্ত নারী সেরে উঠেছেন
স্পেনের সরকারজানিয়েছে, ইবোলায় আক্রান্ত দেশটিরপ্রথমব্যক্তি এখনইবোলামুক্ত। তবে, তিনিপুরোপুরি ইবোলামুক্ত কিনাসেটিনিশ্চিত হবারজন্যদ্বিতীয় আরেকটিপরীক্ষার প্রয়োজন রয়েছে। স্প্যানিশ সরকারের একজনমুখপাত্র জানিয়েছেন, ইবোলারোগথেকেসেরেউঠেছেনএমন
রোগীদের রক্তেরজলীয়উপাদানে থাকাপ্রতিষেধক এবংঅন্যান্য ঔষধেরমাধ্যমে ঐসেবিকাকে সারিয়ে তোলাহয়েছে।এদিকে, বার্লিনে শুরুহওয়াবিশ্বস্বাস্থ্য সম্মেলনে ইবোলামোকাবেলায় বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বানজানিয়েছেন নেতৃবৃন্দ। এমাসেরশুরুতে, মাদ্রিদের একটিহাসপাতালে ইবোলাআক্রান্ত দুইজনপাদ্রীকে সেবাদেবারপর, তেরেসারোমেরোনামেরচুয়াল্লিশ বছরবয়সীঐসেবিকাঅসুস্থহয়েপড়েন।পরেতারশরীরেইবোলারজীবাণুপাওয়াযায়।তবে, স্পেনের সরকারজানিয়েছে, মিসরোমেরোএখনইবোলামুক্ত। তবে, তাকেপুরোপুরি ইবোলামুক্ত ঘোষণাকরারজন্যদ্বিতীয় আরেকটিপরীক্ষার প্রয়োজন রয়েছে।
মিসরোমেরোইবোলাআক্রান্ত হবারপরতারস্বামীকে তারকাছথেকেসম্পূর্ণ আলাদাকরেফেলাহয়।এখনসরকারীঘোষণারপরহ্যাভিয়ের লিমনবলছেন, স্ত্রীর সেরেওঠারখবরেতিনিযারপরনাই আনন্দিত। তিনিবলেছেন, আমিখুশীযেতেরেসার সেরেউঠেছে।হাসপাতালে এতদিনধরেস্বেচ্ছায় বন্দিত্ব গ্রহণকরে, আমিতাররোগমুক্তির জন্যঅপেক্ষা করেছি।কিন্তুদেশটিরসরকারইবোলাচিকিৎসায় অদক্ষবলেঅভিযোগকরছেনমিলিমন।
এদিকে, বার্লিনে শুরুহওয়াবিশ্বস্বাস্থ্য সম্মেলনে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইবোলামোকাবেলায় বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার আহ্বানজানিয়েছেন। তিনিবলেছেনপশ্চিমআফ্রিকায় এরোগেআক্রান্তদের সারিয়ে তুলতেবহুসংখ্যকদক্ষচিকিৎসক এবংপ্রচুরচিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হবে, সেসবযোগানদিতেউন্নতবিশ্বকেই এগিয়েআসতেহবে।এরআগে, ইবোলাপ্রতিরোধে এখনোকাঙ্ক্ষিত তহবিলজোগাড়নাহওয়ায়, শুক্রবার সদস্যরাষ্ট্রগুলোর কাছেআবারোজরুরিতহবিলআহ্বানকরেছেনজাতিসংঘ মহাসচিব বানকিমুন।সংস্থাটির আবেদনজানানোএকশকোটিডলারেরমধ্যেএখনপর্যন্ত জাতিসংঘের তহবিলেমাত্রএকলাখডলারজমাপড়েছে।
0 মন্তব্যসমূহ