” শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে
আনন্দ গান গা রে হৃদয় আনন্দ গান গা রে”—
আশ্বিনের সোনা ঝরা রোদ্দুর
ধবধবে সাদা পাখনা মেলে
উড়ে চলেছে বলাকার মতো।
আনন্দিত এ মন
আগমনী র আগমন বার্তায়
সুর তুলেছে ঝঙ্কারে।
মা আসছেন যে!
আশ্বিনের সোনা ঝরা রোদ্দুর
ধবধবে সাদা পাখনা মেলে
উড়ে চলেছে বলাকার মতো।
আনন্দিত এ মন
আগমনী র আগমন বার্তায়
সুর তুলেছে ঝঙ্কারে।
মা আসছেন যে!
ঝরঝর করে আনন্দ ভাসছে।
ঝিলমিল করে খুশিরা নাচছে।
খিলখিল করে ভালোবাসা হাসছে।
উপচে পড়ছে খুশির ঝলকানি।
প্রকৃতি র জঠরে– অণু থেকে পরমাণু তে
হিল্লোল উঠেছে।
হৃদয়ের প্রকোষ্ঠে
আগমনীর সুর বেজে উঠেছে।
সকালের দূর্বাঘাসে শিশিরসিক্ত শিউলির বাগিচা
বার্তাবাহী বৃদ্ধ বৃক্ষের শাখাপ্রশাখায়
সোনালী রোদের আদর ঠিকরে ঠিকরে পড়ছে।
মা আসছেন যে!
ঝিলমিল করে খুশিরা নাচছে।
খিলখিল করে ভালোবাসা হাসছে।
উপচে পড়ছে খুশির ঝলকানি।
প্রকৃতি র জঠরে– অণু থেকে পরমাণু তে
হিল্লোল উঠেছে।
হৃদয়ের প্রকোষ্ঠে
আগমনীর সুর বেজে উঠেছে।
সকালের দূর্বাঘাসে শিশিরসিক্ত শিউলির বাগিচা
বার্তাবাহী বৃদ্ধ বৃক্ষের শাখাপ্রশাখায়
সোনালী রোদের আদর ঠিকরে ঠিকরে পড়ছে।
মা আসছেন যে!
মরমী এ মন সে ছবি এঁকে যায়
চেতনার পরতে পরতে।
কত শত শব্দচয়ন আলোকবর্ষ পার করে
মনের অলিতে গলি তে
কবিতার ঝিনুকমালা তৈরী করে।।
(মাতৃ- আরাধনায় মন উঠুক মেতে)।
চেতনার পরতে পরতে।
কত শত শব্দচয়ন আলোকবর্ষ পার করে
মনের অলিতে গলি তে
কবিতার ঝিনুকমালা তৈরী করে।।
(মাতৃ- আরাধনায় মন উঠুক মেতে)।
Related Post
0 মন্তব্যসমূহ