শংখ চিলের মতো উড়ে উড়ে,
প্রেম খুজে ফিরে আসি আবার নীরে।
অলস সময় যে কাটে না আমার,
হারাতে চেয়েও পারিনা হারাবার।
নিয়তির চাকায় প্রেম আটকে রয়,
এই ধরাতে প্রেম আমার জন্য নয়।
তবুও মনের দুয়ারে প্রেম নাড়ে কড়া,
খুঁজে ব্যার্থ হয়ে আবার নীরে ফেরা।
অজানা ভয় মনে থাকে সারাক্ষন,
মূখোশে ডাকা হৃদয়ে যদি হারায় মন।
বাজ পাখির মতো ছো মেরে,
ভালবাসা যদি নিয়ে যায় কেড়ে।
শুন্য হৃদয় নিয়ে যায় কি বাঁচা,
পাখি ছাড়া যেমন থাকে শুন্য খাঁচা।
নিয়তির কাছে এখন প্রেম অসহায়,
প্রজাপতি হয়ে উড়ে মন ভালবাসার আশায়।
অলস সময় যে কাটে না আমার,
হারাতে চেয়েও পারিনা হারাবার।
নিয়তির চাকায় প্রেম আটকে রয়,
এই ধরাতে প্রেম আমার জন্য নয়।
তবুও মনের দুয়ারে প্রেম নাড়ে কড়া,
খুঁজে ব্যার্থ হয়ে আবার নীরে ফেরা।
অজানা ভয় মনে থাকে সারাক্ষন,
মূখোশে ডাকা হৃদয়ে যদি হারায় মন।
বাজ পাখির মতো ছো মেরে,
ভালবাসা যদি নিয়ে যায় কেড়ে।
শুন্য হৃদয় নিয়ে যায় কি বাঁচা,
পাখি ছাড়া যেমন থাকে শুন্য খাঁচা।
নিয়তির কাছে এখন প্রেম অসহায়,
প্রজাপতি হয়ে উড়ে মন ভালবাসার আশায়।
0 মন্তব্যসমূহ