Header Ads Widget


 

বিশ্ব বিবেক কোথায় -শিশির আহম্মেদ খান

বিশ্ব বিবেক কোথায় -শিশির আহম্মেদ খান

আজ বিশ্ব বিবেক কোথায় বল?
কোথায় লুকানো মানবতা।
সৈকত লুটিয়ে পড়ে থাকা ছোট্ট দেহ দেখে
তবুও তোমাদের ভাঙ্গেনা কেন নিরবতা।
আজ কেন কোটি কোটি আয়নাল
ছুটছে একটু করু নিরাপদ আশ্রয়ের খোঁজে।
যাদের এ পৃথিবীর কোন নিয়মে নেই জানা
কেন শুধু মুসলিম হওয়ার অপরাধে
অকারণে শত শত আয়নালকে
করছ তোমরা হত্যা।
নয়ত ঠেলে দিচ্ছ সাগরে।
তোমরা যেই ধর্মের হওয়
নরদমার কৃটও তোমাদের থেকে ভাল।
তোমরা কি জাননা সকল শিশুতে
সষ্ট্রা বিরাজ মান।
শিশু নিধন সেত সষ্ট্রার সাথে যদ্ধ সমান
আজ ফিলিস্তিনে, আফগান, ইরাকে
মরছে শিশু, দেখছে চেয়ে বিশ্ব
তোমাদের বেলায় যদি গঠন এমন দৃশ্য।
বুঝতে তবে, কেমন লাগে কষ্ট।
তাই বলি সৈকতে পড়া আয়নালের মৃতদেহ
বিশ্ব মানবতারই দৃশ্য।
তাই তোমাদের কাছে প্রতিবাদ জানাই
তোমাদের শিশুদের নিরাপদ আশ্রয় থাকলে
আমাদের ও চাই।
তোমাদের শিশুরা খোলা মাঠে খেলতে পারলে
আমাদের ঘর থেকে ভের হবার নিরাপত্তা কেন নাই?
এর জবাব চাই, জবাব চাই,
মুসলিম শিশু কেন নির্যাতিত
কেন আজ বিশ্ব বিবেক অন্ধ, বধির, বোবা
কোন উত্তর কি তোমাদের জানা নাই?
(আয়নালকে নিয়ে লেখা কবিতা)
বিশ্ব বিবেক কোথায় -শিশির আহম্মেদ খান



Related Post

টাকা – এম এস হাবিবুর রহমান

তুমি চির অমর – বিনিতা দত্ত

নিরাপদ সড়ক – মাহমুদশাহ

আমরা সবাই – কাজী হাবিবুর রহমান

বিশ্বাসের সঙ্গে দেখা – উত্তম কুমার সাহা

 

 

 

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ