Header Ads Widget


 

কাপাসিয়ায় পেট্রোল পাম্পে চাঁদা না পেয়ে হামলা ভাংচুর

গাজীপুর কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর এলাকায় মেসার্স দ্বীন ফিলিং ষ্টেশন নামক পেট্রোল

পাম্প এ চাঁদা না পেয়ে ব্যাপক ভাংচুর করেছে দুবৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে
জানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স দ্বীন ফিলিং ষ্টেশন ক্যাশ কাউন্টারের পূর্ব দিকের থাই গ্লাস-এর ওয়াল ভেঙ্গে মাটিতে পড়ে টুকরো টুকরো অবস্থায় আছে। কর্মচারীরা থর থর করে কাঁপছে। তাঁদের মাঝে ভীষণ আতংক বিরাজ করছে।
পেট্রোল পাম্প কর্মচারী রাজিব বলেন, মটর সাইকেলে কয়েকজন এসেই লোহার রড দিয়ে ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙ্গে ফেলে। আমি চিৎকার দিলে আমাকে বেদরক পিটানি দেয়। আমাকে মেরে ফেলার চেষ্টা করে।
পেট্রোল পাম্প মালিক মামুন সিরাজুল আলম জানান, হামলাকারীরা গত এক বছর ধরে আমার কাছে চাঁদা চেয়েছে। আমি চাঁদা দিতে রাজি হইনি। চাঁদা না দেওয়ার ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি।
কাপাসিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) উজ্জল মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ