আসিফ আকবর আবারও প্রমাণ করলেন তার তুলনা তিনি নিজেই। বৃহস্পতিবার রাত ৯টায় ভিডিওসহ প্রকাশ হয় তার নতুন গান ‘আগুন’। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গানটি ভাইরাল হয়ে যায় অনলাইনে। একদিনে এ গানটি ইউটিউবে দেখেছেন দেড় লাখেরও বেশি দর্শক। এ রিপোর্ট যখন লেখা হচ্ছে, ততক্ষণে গানের ভিউ দেড় লাখ ছাড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বভাবসুলভ ভঙ্গিতে আসিফ বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। ভিউ-টিউ নিয়ে ভাবি না। তবে ভালো সাড়া পেয়েছি এটা সত্য। ’http://www.newssamahar.com/nss/12263
0 মন্তব্যসমূহ