Header Ads Widget


 

অভিধানে যুক্ত হল ‘ইনশাআল্লাহ’!

অভিধানে যুক্ত হল ‘ইনশাআল্লাহ’!
‘ডুডেন’ জার্মান ভাষার একটি অভিধান

‘ডুডেন’ নামে জার্মান ভাষার একটি অভিধানে সম্প্রতি সংযুক্ত করা হয়েছে ধর্মীয় পরিভাষার বহুল ব্যবহৃত একটি আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’। যা মুসলিম উম্মাহ যে কোনো কথা ও কাজের সংকল্প করার ক্ষেত্রেই বরকত লাভে বলে থাকে। খবর ডেইলি সাবাহ’র।

‘ইনশাআল্লাহ’ শব্দটি আরবিতে আল্লাহর কাছে কল্যাণকামী সাহায্য লাভের পরিভাষায়। এটির অর্থ হলো- যদি আল্লাহ চান। এ ‘ইনশাআল্লাহ’ শব্দটিই যুক্ত হয়েছে জার্মান ভাষায় রচিত অভিধান ‘ডুডেন’-এ। ডুডেন ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে ‘Inshallah’ লিখে অনুসন্ধান করলে এভাবে জার্মান ভাষায় ‘inschallah’ লেখা আসে। আর শব্দটির অর্থ লেখা আছে এভাবে- ‘wenn Allah will’। এর অর্থ হয়- ‘আল্লাহ যদি চান।’ ‘ডুডেন’ অভিধানটি ১৮৮০ সালে প্রকাশিত হয়। তবে শতাধিক বছরের পুরনো এ অভিধানের ছাপানো কপিতে ‘ইনশাআল্লাহ’ শব্দটি থাকবে কিনা এটি কর্তৃপক্ষ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে অনলাইন সংস্করে এটি যুক্ত হয়েছে।
সূত্র -অনলাইন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ