Header Ads Widget


 

নিজের বিজনেস সম্পর্কে কাস্টমারদের জানানোর জন্যে ওয়েবসাইট তৈরি করুন।

ওয়েবসাইট


নিজের বিজনেস সম্পর্কে কাস্টমারদের জানানোর জন্যে ওয়েবসাইট তৈরি করুন।আপনি যদি আপনার ব্র্যান্ডের প্রসার চান প্রথমত ওয়েবসাইট তৈরি করুন, যেখানে আপনার বিজনেস তথ্য পাওয়া যাবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কৌশল-আপনার বিজনেস পরিচিতির জন্যে ওয়েবসাইট তৈরি করুন।এমনভাবে ওয়েবসাইট তৈরি করুন যাতে আপনার ওয়েবসাইট প্রফেশনাল লুক থাকে।

১.ভিজিটরদের জন্যে ব্যবহারউপযোগী ওয়েবসাইট তৈরি করুন।

২.নিয়মিত সঠিক তথ্য দিয়ে ওয়েবসাইট আপডেট রাখুন।

৩.কোম্পানির কাজের ম্যান অনুযায়ী ডিজাইন সুন্দর করুন।

৪.এমন ভাবে কন্টেন্ট তৈরি করুন যাতে ক্লায়েন্ট আপনার পণ্যের ব্যাপারে আকর্ষণবোধ করে।

৫.প্রতিটি পেজে “কল টু অ্যাকশান” বাটন যুক্ত ভিজিটরকে কিনতে বা কেনার ব্যাপারে যোগাযোগ করতে উৎসাহবোধ করে।

৬.ওয়েবসাইটের ভিজিটরদের ট্র্যাকিং করার টুল গুগল আনালাইটিকস ব্যবহার করুন।

৭.ওয়েবসাইট এমন টেকনোলজি ব্যবহার করুন যাতে ভিজিটর এবং সার্চইঞ্জিন উভয়ের জন্যে ব্যবহারযোগ্য হয়।

৮. একটি অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন।ফেসবুক,টুইটার,লিঙ্কডিন সহ বাবি সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাক্টিভ কমিউনিটি থাকা ভালো।

৯.সোশ্যাল মিডিয়াতে সক্রিয়ভাবে নিয়মিত অংশগ্রহণের জন্যে ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করুন।

১০.আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যালমিডিয়াতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহণ করুন।

১১.কাউকে মেইল করার সময় আপনার সোশ্যাল মিডিয়া পেজ কিংবা গ্রুপের লিঙ্ক গুলো সিগনেচার হিসাবে ব্যবহার করুন।

১২.আপনার ওয়েবসাইটের সাথে ব্লগ পেজ যুক্ত রাখুন।

এই কাজ গুলো করার আপনাকে অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে হবে।আপনার বিজনেসকে ব্র্যান্ড হিসাবে গড়তে আজ থেকেই শুরু হোক আপনার প্রথম ধাপ।


আরো পড়ুন : কিভাবে একটি লিমিটেড কোম্পানি গঠন করতে হয়? কোম্পানি নিবন্ধন করার সম্পূর্ণ প্রক্রিয়া ।

-:: আমাদের সেবা সমূহ ::-

লাইসেন্স সংক্রান্ত সেবা সমূহ:

 ** ট্রেড লাইসেন্স     *ই-টিন      *ভ্যাট      আইআরসি       ইআরসি    ফায়ার    ইনডেন্টিং       কাস্টমস বন্ড     কলকারখানা     *লিমিটেড কোম্পানি গঠন            *পার্টনারশীপ কোম্পানি গঠন   *এসোসিয়েশন মেম্বারশীপ  সকল লাইসেন্স নবায়ন 

ডকুমেন্টস সংক্রান্ত সেবা সমূহ:

   * প্রজেক্ট প্রোফাইল         * মাষ্টার এলসি ট্রান্সফার       ** ব্যক্তি ট্যাক্স রিটার্ন ফাইলিং      ** কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং         * ভ্যাট রিটার্ন ফাইলিং      * কাস্টমস অডিট       ** জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ন  ফাইলিং ইত্যাদি 

 পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর 

আপনার কোনো আইনি বিষয় বা বাণিজ্যিক প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যে কোন আইনি পরামর্শ পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার প্রয়োজনীয়তা বা সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা নিকটস্থ চেম্বারে সরাসরি চলে আসুন।

 

ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 

           মোবাইল:  +৮৮০১৯১০১১২৯৮৩, +৮৮০১৯৫৫৩৭৬১৪৯ হেল্পলাইন:: +৮৮০৯৬৯৬১১২৯৮৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ