Header Ads Widget


 

ঋণ পরিশোধে অসামর্থ্যজনিত কারণে কোম্পানির অবলুপ্তি



কোম্পানি আইন নিয়ে আমাদের রয়েছে নানা জিজ্ঞাসা। একটি কোম্পানি গঠন করতে অবশ্যই অনুসরণ করতে হয় দেশের প্রচলিত আইন। কী সেসব আইন? এমন সব আইনি বিষয়ে সমাধান দেবেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। আজ জেনে নেই ঋণ পরিশোধে অসামর্থ্যজনিত কারণে কোম্পানির অবলুপ্তি সম্পর্কে।

কোম্পানি অবলুপ্তির (Winding up) প্রক্রিয়ায় কোম্পানির যাবতীয় সম্পত্তি থেকে পাওনাদারদের (Creditors) পাওনা পরিশোধ করা হয়। অবশিষ্ট অর্থ সদস্যদের মধ্যে বণ্টন করা হয় শেয়ার অনুযায়ী। সবশেষে কোম্পানির আইনগত সত্তার অবসান ঘটে।

যেসব কারণে একটি কোম্পানি আদালতের মাধ্যমে অবলুপ্ত হতে পারে তার মধ্যে ঋণ পরিশোধে অসমর্থ হওয়া অন্যতম।

কোম্পানির কাছে কোনো ব্যক্তির যদি পাঁচ হাজার টাকার অধিক পাওনা থাকে তবে পাওনা পরিশোধের জন্য তিনি একটি দাবিনামা কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে রেজিস্টার্ড ডাকযোগে বা অন্য কোনোভাবে পাঠাবেন। পরবর্তী তিন সপ্তাহের মধ্যে যদি কোম্পানি ঋণ পরিশোধে অবহেলা করে বা ঋণদাতার সন্তুষ্টি মোতাবেক জামানত দিতে ব্যর্থ হয় তবে কোম্পানি ঋণ পরিশোধে অসমর্থ বলে গণ্য হবে।

অবলুপ্তির আদেশ দেওয়ার আগে আদালত লক্ষ্য করেন কোম্পানি সত্যিই ঋণ পরিশোধে অসমর্থ কিনা। মূলত যখন একটি কোম্পানিকে টিকিয়ে রাখার কোনো যৌক্তিক কারণ অবশিষ্ট থাকে না কেবল তখনই আদালত অবলুপ্তির আদেশ দেন।

কোনো বিবাদমান (Disputed) পাওনা পরিশোধে কোম্পানির অস্বীকৃতির পরিপ্রেক্ষিতে অবলুপ্তির আবেদন উপস্থাপন করা হলে আদালত সাধারণত আবেদন মঞ্জুর করেন না। কোম্পানির কাছে পাওনা টাকা আদায়ের হাতিয়ার হিসেবে যেন অবলুপ্তির আবেদন উপস্থাপন করা না হয়।

বরং কোম্পানি যদি সত্যিকার অর্থে ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলে তবেই অবলুপ্তির আবেদন উপস্থাপন করা সমীচীন।

একটি কোম্পানির কেবল যাবতীয় সম্পত্তি বিক্রি করা হলে যদি ঋণ পরিশোধ করার মতো পর্যাপ্ত টাকা পাওয়া যায় তবে এ অবস্থাকে ঋণ পরিশোধের সক্ষমতা বলা যায় না। বরং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখে ঋণ পরিশোধের সামর্থ্য থাকতে হবে।

মো. নজরুল ইসলাম খান
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ই-মেইল: nikhan.law.ru@gmail.com


 পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর 

 যে কোন আইনি সেবা পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা নিকটস্থ চেম্বারে সরাসরি চলে আসুন।

 

ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 

                    মোবাইল:  ০১৯১০১১২৯৮৩, ০১৯৫৫৩৭৬১৪৯ হেল্পলাইন:: +৮৮০৯৬৯৬১১২৯৮৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ