Header Ads Widget


 

পাসপোর্টের তথ্য পরিবর্তন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করা যাবে

 

এতদিন পাসপোর্ট সংশোধন করতে গিয়ে নানা জটিলতায় পড়তে হত নাগরিকদের। নামের কোনো অংশ সংশোধন করতে গিয়ে অনেক ধরনের প্রমাণ দিতে হত।

সেই ভোগান্তি নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি পরিপত্র জারি করেছে, যাতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে বলে জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে গরমিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট দেওয়া যাবে।

এছাড়া পাসপোর্টের আবেদনকারীদের তথ্য সংশোধন বা পাসপোর্ট রি-ইস্যু আবেদন নিষ্পত্তিকরণে সুরক্ষা সেবা বিভাগের ২৮ এপ্রিল জারি করা পরিপত্র অনুসরণ করতে বলা হয়েছে।

ওই পরিপত্র অনুযায়ী, পাসপোর্টে নাম কিংবা বয়স সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। যাদের এসব সনদ নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। আর বয়স পরিবর্তনের ক্ষেত্রে পাঁচ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।


 পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর 

 যে কোন আইনি সেবা পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা নিকটস্থ চেম্বারে সরাসরি চলে আসুন।

 

ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 

                মোবাইল:  ০১৯১০১১২৯৮৩, ০১৯৫৫৩৭৬১৪৯ হেল্পলাইন:: +৮৮০৯৬৯৬১১২৯৮৩ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ