Header Ads Widget


 

বিনামূল্যে আইন সহায়তা

 আপনি কি আইনি সহায়তা খুঁজছেন? অথবা চাইছেন আইনি পরামর্শ? আপনার আইনি জিজ্ঞাসার উত্তর দিতেই আপনি কি আইনি সহায়তা খুঁজছেন? অথবা চাইছেন আইনি পরামর্শ? আপনার আইনি জিজ্ঞাসার উত্তর দিতেই আমাদের এই প্রচেষ্টা। আপনার পাচ্ছেন বিনামূল্যে আইন সহায়তা। প্রশ্ন করতে পারেন আইন ও আইনের সঙ্গের সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আপনাদের সেবা দিতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করবো। আমাদের আই বিনামূল্যের আইন সহায়তায় থাকছে, সাধারণ আইনি বিষয়ে জিজ্ঞাসা ও উত্তর, আইনের সাধারণ আলোচনা, কোন বিষয়ে প্রাথমিক আইন পরামর্শ ইত্যাদি।

আমাদের এই সেবাটি একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সেবা যা আমদের আমাদের প্যানেল আইনজীবী ও এডভোকেটরা অবসর সময় প্রদান করে থাকেন। এই সেবায় আপনার জটিল বিষয়ে, বিশেষ আইনি বিষয়ে, দলিল, জাগয়া-জমিন ও কৌশলগত বিষয়ে পরামর্শ দেওয়া হয় না কারণ তা বাস্তবভিত্তিক ভাবে সম্ভব নয়। তাছাড়া আপনি যদি ইতোমধ্যে কোন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে সেবা নিয়ে থাকেন তবে সে ক্ষেত্রেও আমাদের এই সেবা আপনার জন্য প্রযোজ্য নয়।

আপনি দ্রুত এবং ঘটনাবহুল বিষয়ে আইনি সমাধান চাইলে আপনাকে আমাদের প্রফেশনাল সেবা গ্রহণ করতে হবে।

আমরা আমাদেই এই আইনি সেবা সম্পূর্ন বিনামূল্যে দিয়ে থাকি তবে অনেক সেবার অনুরোধ থাকার কারনে আপনাকে অপেক্ষা করতে হতে পারে।

যেসব বিষয় আমরা নিরুৎসাহিত করি

  • ভুয়া নাম / আইডি থেকে সাহায্য চাওয়া
  • অন্য কারো জন্য অতি উৎসাহিত হয়ে সাহায্য চাওয়া
  • কোন কিছুর খরচ সম্পর্কে জানতে চাওয়া
  • কৌশল জানতে চাওয়া
  • কোন আইনজীবীর কাছে কেইস থাকা সত্ত্বেও অনলাইনে অহেতুক খোজ খবর করা
  • ফর্ম ঠিকমত পূরন না করা / ফর্মে মিথ্যে তথ্য দেওয়া – ইত্যাদি।
তাছাড়াও কোন ধরনের সাহায্য চাওয়ার আগে এই পেইজটি থেকে ঘুরে আসুন তাতে আমাদের সময় ও শ্রম দুই বাঁচবে: আইনি সাহায্য নেওয়ার আগে।



ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 
উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 
মোবাইল:  ০১৭১১১১৩৮৫২, ০১৯৫৫৩৭৬১৪৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ