Header Ads Widget


 

উদ্যোক্তারা নিজের শক্তির বাইরে গিয়ে ব্যবসা করতে চায়।

 বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক শিল্প সংস্থা নাভানা গ্রুপের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। কিন্তু অনেকেই হয়তো জানেন না ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত, লাগামহীন ঋণ, অব্যবস্থাপনা এবং সুশাসনের অভাবে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপটি অনেকটাই খাদের কিনারায় চলে গিয়েছিল।



গ্রুপটির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "আমাদের এখানে উদ্যোক্তারা নিজের শক্তির বাইরে গিয়ে সব ব্যবসা করতে চায়। এটা উদ্যোক্তাদের ইগো সমস্যা।"


এই যে নিজের শক্তির বাইরে গিয়ে ব্যবসা করতে চাওয়া এটাকে বলে 'দ্য ল অব এক্সক্লুসিভিটি'। ল অব এক্সক্লুসিভিটি ভায়োলেট করার জন্য চরম মূল্য দিতে হয় প্রতিষ্ঠানকে। অনেক উদাহরণ আছে যে, বহু প্রতিষ্ঠান শুধু ল অব এক্সক্লুসিভিটি ভায়োলেট করার জন্য খাদের কিনারে চলে গিয়েছে।


একজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীকে শুধুই নিজের অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না। জানতে হবে ব্যবসার নাড়ীনক্ষত্র। জানতে হবে ল অব এক্সক্লুসিভিটির মতো আরো অসংখ্য নীতি। আর এসব ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে বই। বই আপনাকে আউট অব দ্য বক্স চিন্তা করা শেখাবে।

আরো পড়ুন : কিভাবে বিনামূল্যে আইনী সহায়তা পাবেন

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য প্রজন্ম পাবলিকেশনের বিশেষ আয়োজন রয়েছে। আমরা আপনাদের জন্য প্রকাশ করেছি অতীব জরুরী কিছু বই যা প্রত্যেক উদ্যোক্তা, প্রত্যেক ব্যবসায়ীর পড়া উচিৎ। গ্যারান্টি দিচ্ছি আমাদের বইগুলো থেকে আপনি এমন কিছু শিখবেন যা আপনার ব্যবসা কিংবা উদ্যোগকে গতিশীল করবে। যদি না করে তবে আপনি বইগুলো ফেরত দিয়ে টাকাটা ফিরিয়ে নেবেন।

আরো পড়ুন :  বেনামী সম্পত্তি ক্রয়ঃ লাভ না ক্ষতি?

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আমাদের বইগুলোঃ


1. স্টার্ট ইয়োর বিজনেস - 190 Tk

2. এক্স্যাক্টলি হোয়াট টু সে - 158 Tk

3. এক্স্যাক্টলি হোয়্যার টু স্টার্ট - 221 Tk

4. এক্স্যাক্টলি হাউ টু সেল - 316 Tk

5. সফল উদ্যোক্তা | দ্য হাই পারফর্ম্যান্স এন্টারপ্রেনার - 316 Tk

6. 22 সিক্রেট অব মার্কেটিং - 253 Tk

7. ছোট অভ্যাস বড় সাফল্য - 277 Tk

8. সুখী ও সুন্দর জীবনের ফরমুলা - 355 Tk

9. না বলতে শিখুন - 237 Tk

10. এটিচিউড ইজ এভরিথিং -  237 Tk


এই লিস্টের প্রথম ছয়টি বই সরাসরি আপনার ব্যবসা ও উদ্যোগকে প্রভাবিত করবে। বাকী চারটি বই আপনার অভ্যাস, দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে।


বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বা কিছু অংশ পড়ে দেখতেঃ https://www.projonmo.pub/product-category/non-fiction/business/


দশটি বই একত্রে 2560 টাকা।


একত্রে পুরো সেট ক্রয় করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়া ৫০ টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে।


৫০০ টাকার ওপরের অর্ডারে সারাদেশেই ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা আছে।


অর্ডার করুন সরাসরি ওয়েবসাইটেঃ https://www.projonmo.pub/product-category/non-fiction/business/


অথবা নাম, সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর ইনবক্সে দিন। আমরা আপনার দেওয়া ফোন নম্বরে কল করে কনফার্ম করে বই পাঠিয়ে দেব আপনার ঠিকানায়।


শতভাগ নিশ্চিত হয়ে অর্ডার করার অনুরোধ।


*নাভানা গ্রুপের তথ্যটি দ্য বিজনেস স্টান্ডার্ডের সৌজন্যে।





 পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর 

 যে কোন আইনি সেবা পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা নিকটস্থ চেম্বারে সরাসরি চলে আসুন।

 

ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com 
মোবাইল:  ০১৯১০১১২৯৮৩, ০১৯৫৫৩৭৬১৪৯ হেল্পলাইন:: +৮৮০৯৬৯৬১১২৯৮৩


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ