Header Ads Widget


 

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

 


অনলাইন ডেস্ক : জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শর্মিলা আহমেদ। আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেন, আমার সুন্দরী চাচি, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মা চির শান্তিতে থাকুক। পুরো অভিনয় জগৎ তাদের প্রিয় মাকে হারিয়েছে।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে জন্ম তার। ১৯৬৪ সালে অভিনয়ে নাম লেখান তিনি। ঢাকাই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে ছোটপর্দায় মা, দাদির চরিত্রে অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন তিনি।

এখন পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছের শর্মিলা আহমেদ। ‘দহন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয় করে ১৯৮৫ সালে বাচসাস পুরস্কার পান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ