Header Ads Widget


 

বিটিআরসিতে দুদকের অভিযান, নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের প্রমাণ

 নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিটিআরসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিটিআরসি - দুদক

মঙ্গলবার দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে এই অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতিতে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়েছে। নিয়োগ বিধি উপেক্ষা করে জুনিয়র পরামর্শককে রাজস্বখাতের বিভিন্ন পদে নিয়োগ করার বিষয়ে তাদের কাছে তথ্য ছিল।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ ও পদোন্নতিসংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে।

দুদক নিশ্চিত করেছে, বয়স শিথিলতার শর্ত পালনের ক্ষেত্রে সরকারি বিধি লঙ্ঘন করে রাজস্বখাতে নিয়োগ এবং বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্বখাতে নিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে এনফোর্সমেন্ট টিম পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছে।

সূত্র: টেক শহর , নিউজ লিংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ