আমদানি ও রপ্তানি ব্যবসা বাংলাদেশের অন্যতম লাভজনক ব্যবসাগুলোর একটি। দেশের বাইরে থেকে কোনো পণ্য আমদানি বা দেশের পণ্য রপ্তানি করতে হলে সঠিক লাইসেন্স থাকা আবশ্যক। আমদানির জন্য প্রয়োজন ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং রপ্তানির জন্য প্রয়োজন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি)।
এক্সপোর্ট লাইসেন্সের রপ্তানির কোন প্রকার লিমিট থাকে না। এক্সপোর্ট লাইসেন্স দিয়ে সারা বছর যে কোন পরিমাণ পণ্য রপ্তানি করা যাবে। ইম্পোর্ট লাইসেন্সের আমদানীর লিমিট থাকে । বছরের যে পরিমাণ আমদানী করবেন সেই পরিমাণ লাইসেন্সের সীমা নিতে হবে। আমদানী এবং রপ্তানী লাইসেন্স দুইটা আলাদা ভাবে নিতে হয়, তবে প্রসেস একই রকম। চলুন প্রথমেই জেনে নিই আমদানী বা রপ্তানী লাইসেন্স কিভাবে করবেন।
আইআরসি এবং ইআরসি জারি
বর্তমানে একজন আমদানিকারক আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ও রপ্তানিকারক রপ্তানি নিবন্ধন সনদপত্র (ইআরসি) এর মাধ্যমে যে কোন আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য যেকোন পরিমাণ ও মূল্যসীমা নির্বিশেষে আমদানি ও রপ্তানি করতে পারে। এÿÿত্রে কোন সংস্থা/বিভাগের কোনরূপ অনুমতির প্রয়োজন হয় না।
আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির পদ্ধতি সহজ এবং স্বচ্ছ। আমদানি নিবন্ধন সনদপত্র ও রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির ÿÿত্রে নিম্নেবর্ণিত কাগজাদি প্রয়োজনঃ
(1) ট্রেড লাইসেন্স;
(2) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র;
(3) টিআইএন;
(4) ব্যাংক প্রত্যায়ন পত্র;
(5) লিমিটেড কোম্পানীর ÿÿত্রে রেজিস্ট্রা, জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক অনুমোদিত সংঘ
স্মারক ও সংঘবিধি এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।
উলিস্নখিত কাগজ দাখিল করলে তিন ঘন্টার মধ্যে অর্থাৎ একই দিনে আমদানি ও রফতানি সনদ জারি করা হয়।
আমদানিকারকগণ বার্ষিক মোট আমদানি মূল্যসীমার ভিত্তিতে ৬ (ছয়) টি শ্রেণীতে শ্রেণীভুক্ত এবং আমদানি নিবন্ধন সনদপত্র জারির ÿÿত্রে নিম্নোক্ত হারে ফিস প্রদান করতে হয়ঃ-
শ্রেণী নং | বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্যসীমা | প্রাথমিক নিবন্ধন ফিস | বার্ষিক নবায়ন ফিস |
প্রথম | টাঃ ৫,০০,০০০ | টাঃ ৫,০০০ | টাঃ ৩,০০০ |
দ্বিতীয় | টাঃ ২৫,০০,০০০ | টাঃ ১০,০০০ | টাঃ ৬,০০০ |
তৃতীয় | টাঃ ৫০,০০,০০০ | টাঃ ১৮,০০০ | টাঃ ১০,০০০ |
চতুর্থ | টাঃ ১,০০,০০,০০০ | টাঃ ৩০,০০০ | টাঃ ১৫,০০০ |
পঞ্চম | টাঃ ৫,০০,০০,০০০ | টাঃ ৪৫,০০০ | টাঃ ২২,০০০ |
ষষ্ঠ | টাঃ ৫,০০,০০,০০০ এর উর্ধ্বে | টাঃ ৬০,০০০ | টাঃ ৩০,০০০ |
রপ্তানি নিবন্ধন সনদপত্র জারির ÿÿত্রে নিম্নোক্ত হারে ফিস প্রদান করতে হয়ঃ
প্রাথমিক নিবন্ধন ফিস | নবায়ন ফিস | |
রপ্তানিকারক | টাঃ ৭,০০০ | টাঃ ৫,০০০ |
ইনডেন্টর | টাঃ ৪০,০০০.০০ | টাঃ ২০,০০০.০০ |
আরো পড়ুন : কিভাবে একটি লিমিটেড কোম্পানি গঠন করতে হয়? কোম্পানি নিবন্ধন করার সম্পূর্ণ প্রক্রিয়া ।
0 মন্তব্যসমূহ