ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলা

News & Event কেস-ফলো-আপ ডিএমপি নিউজ

কেস ফলোআপঃ 

ঘটনার তারিখ ও সময়ঃ ১৪/০১/২০১৩ ইং তারিখ  রাত অনুমান ৯.৩০ টা

ঘটনাস্থলঃ উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ গরীবের এভিনিউ এর ২১ নং বাড়িতে বাদীর অফিস টেক বিডি নামক আইটি ফার্মের সামনে।

বাদীঃ আসিফ মহিউদ্দিন

মামলা নং: উত্তরা পশ্চিম থানার মামলা নং-২৬, তারিখঃ ১৫/০১/২০১৩ ইং।

ধারাঃ ৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পিসি।

তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা।

অভিযোগ পত্রঃ উত্তরা পশ্চিম থানার অভিযোগ পত্র নং-৩৪০, তারিখঃ ৩১/১২/২০১৪ ইং।

ধারাঃ ৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পিসি।

মোট অভিযুক্তঃ ১০ জন ।

আলামতঃ ১৮ টি।

মোট সাক্ষীঃ ২৯ জন ।

মোট আহতঃ ০১ জন (ভিকটিম আসিফ মহিউদ্দিন)।

কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জনাববন্দিঃ ০৪ জন।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ

বাদী আসিফ মহিউদ্দিন অভিযোগ করেন যে, গত ১৪/০১/২০১৩ তারিখ রাত অনুমান ৮.৩০ টায় ইস্কাটন রোডের বাসা হতে রওনা করে উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরস্থ গরীবের নেওয়াজ এভিনিউ এর ২১ নং বাড়িতে বাদীর অফিস টেক বিডি নামক আইটি ফার্মের সামনে রিক্সা হতে ২১.৩০ টায় নামার সময় ওঁৎপেতে থাকা ৩ জন অজ্ঞাতনামা যুবক বাদীকে অতর্কিত আক্রমন করে ও বাদীর মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে চাপাতির বাট দিয়ে আঘাত করে বাদীর চশমা ফেলে দেয়। অজ্ঞাতনামা যুবকরা চাপাতি, ছুরি ও ডেগার দিয়ে পিছন থেকে বাদীর ঘাড়ে, কাঁধে, পিঠে ও তলপেটের নিচে আঘাত করে গুরুতর যখম করে। বাদী গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা রিক্সা চালকের সহায়তায় চিকিৎসার জন্য পার্শ্ববর্তী মুনসুন আলী মেডিকেল কলেজ হাসপাতালে যায়। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তদন্তঃ

চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তভার গ্রহন করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। দীর্ঘ তদন্তে সাক্ষ্য প্রমানে জঙ্গি কার্যক্রমে জড়িত আনসার আল ইসলাম বা আনছার উল্লাহ বাংলা টিম এর সংঘবদ্ধ চক্রের ১০ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও ০৩ জনের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি। অর্থাৎ ১০ জনের মধ্যে ০৭ জনের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়েছে। সনাক্তকৃত ০৭ জনের মধ্যে ০৫ জনকে পুলিশ গ্রেফতার করে। এর মধ্যে ০৪ জন বিজ্ঞ আদালতে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। যে ০৩ জনের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে তাদের পরিচয় পাওয়া গেলে অথবা গ্রেফতার করা সম্ভব হলে অত্র মামলায় তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

গ্রেফতারকৃত ০৫ জন হলোঃ

১। সাদ-আল-নাহিন ।

২। কামাল হোসেন সর্দার ।

৩। মোঃ কাওছার হোসেন।

৪। মোঃ কামাল উদ্দিন।

৫। শায়খুল হাদীস মুফতী মোহাম্মদ জসিম উদ্দিন রাহমানী ।

পলাতক- ০২ জন হলোঃ

১। রেদোয়ানুল আজাদ @ রানা

২। নবীর @ নবীন

অসনাক্তকৃত ও অগ্রেফতারকৃত- ০৩ জন হলোঃ

১। আব্দুল করীম

২। মানিক

৩। ফাহিম

মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *