ডিজিটাল নথির আওতায় আসবে ৪৩ হাজার সরকারি দফতর

News & Event Tech

দেশের ৪৩ হাজার সরকারি দফতর ডিজিটাল নথি কার্যক্রমের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সহ নতুন নতুন প্রযুক্তির সন্নিবেশ থাকবে।

সম্প্রতি পঞ্চগড়ে ‘সবুজপাতা’ নামে একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ তথ্য জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তৃণমূলে সুষ্ঠুভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে এ অ্যাপ। পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাপটি উদ্বোধনে ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ভিডিও কনফারেন্সে পলক বলেন, দেশের ৩৮০০ ইউনিয়ন ফাইবার অপটিক্যাল ক্যাবলের সংযোগে এসেছে। ১৮ হাজার সরকারি দফতরকে ইন্টারনেট কানেক্টিভিটি ও সিঙ্গেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশের ৪৩ হাজার সরকারি দফতরে ডিজিটাল নথি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার থাকবে’- বলেছেন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *