আপিল এবং আপিলের সাধারণ নিয়মগুলি

News & Event

আপিলঃ CPC এবং CrPC তে আপিলের কোন সঙ্গা দেয়া হয়নি। তবে আপিল বলতে বুঝায়, কোন নির্দিষ্ট মামলা/মোকদ্দমাকে একটি অধস্তন কোর্ট থেকে একটি উর্ধতন কোর্টে নিয়ে যাওয়ার #অধিকারকে। আপিল একপ্রকার #আবেদন, কোন একটি পক্ষকর্তৃক একটি এ্যাপিলেট কোর্টে নিয়ে যাওয়ার।

-ফৌজদারী (ক্রিমিনাল) আপিলের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মঃ

১. বিধিবদ্ধ আইনের দ্বারা আপিলের অধিকার সৃষ্টি হয় এবং এটা কোন জন্মগত অধিকার নয়।

২. আপিল একটি মামলার বিচার কার্যের চলমান অবস্থাকে বুঝায়।

৩. আপিলের সাধারণ নিয়ম নীতি গুলো CrPC এর ধারা,৪০৪ এ বর্ননা করা হয়েছে_ ” এই বিধি বা অন্যকোন আইনের ( বর্তমানে বলবৎ) বিধান ব্যতীত ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।”

৪. Matter of law এবং Matter of fact (আইনের প্রশ্ন সম্পকৃত বা ঘটনা সংক্রান্ত প্রশ্ন) উভয় বিষয়ে ই আপিল করা যাবে।

৫. এ্যাপিলেট কোর্ট অবশ্যই সাক্ষ্য বিস্তারিত ভাবে আলোচনা করবে, সাক্ষ্যকে সমালোচনার দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণ করবে এবং ঘটনা ও পরিস্থিতি বিবেচনায় নিবে। এ্যাপিলেট কোর্ট এসব আলোচনা ও পর্যবেক্ষণে স্বাধীন থাকবে। আইন এবং ঘটনার প্রশ্নে উভয় ক্ষেত্রে এ্যাপিলেট কোর্ট কার্যকরী।

৬. দু’টি ক্ষেত্র ব্যতীত সব ক্ষেত্রে এ্যাপিলেট কোর্ট এর রায় এবং আদেশ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ক্ষেত্র দু’টি হচ্ছে-
(১) খালাসের ক্ষেত্র আপিল। [ধারা ৪১৭, CrPC]
(২) অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপিল। [ধারা ৪১৭(ক), CrPC]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *